মোঃ নজরুল ইসলাম খান:
অমর একুশে বইমেলা -২০২৫ এর মোড়ক উন্মোচন মঞ্চে আজ ১১ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. মেহেদী হাসানের একক কাব্যগ্রন্থ ” প্রলাপ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. শফিকুল ইসলাম। এছাড়াও শিক্ষা ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং লেখকের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
শৈশবের নষ্টালজিক স্মৃতিরোমন্থন, ঋতুরাজ বসন্তবন্দনা এবং বৈশাখের আগমন হৃদয় বীণায় যে বোধের সঞ্চার হয় তা সত্যি আনন্দের। সেইসাথে গ্রাম্য মেঠো পথের দৃশ্যঅবলোকন ও গ্রামে পিঠা পুলির উৎসব পুলকিত করে হৃদআকাশ। তার আগমনের পরই জীবনের গতিপথ ভিন্ন দিকে মোড় নেয় তখন মানুষ তাহা প্রকাশ করতে নানা উপাদান বেছে নেয়, যার অন্যতম হচ্ছে কবিতার আশ্রয়। হৃদয়ের কথাগুলো প্রেম-ভালোবাসা, দ্রোহ, বিদ্রোহ, স্বজন হারানোর আর্তনাদ এবং জীবনের চরম সত্য মৃত্যুকে আলিঙ্গন করে বেড়িয়ে আসে। ভাবনার অন্তর্জাল দিয়ে ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা, অলংকার, রূপকতা দিয়ে তৈরি করে নিজের জগৎ। মানসলোকে যার নাম দেই কাব্যগ্রন্থ। প্রেম-ভালোবাসা,দ্রোহ,বিয়োগান্ত, বাস্তবতা এবং আধ্যাত্বিকতার এক চমৎকার রসায়নে এই কাব্যগ্রন্থটি পাঠকের মনে জায়গা করে নিবে বলেই আমাদের বিশ্বাস। কাব্যগ্রন্থ : প্রলাপ,
লেখক: মো. মেহেদী হাসান,প্রচ্ছদ: ফারহানা রুমিন,প্রকাশনী : কন্ঠস্বর, স্টল নং : ৫০৪, অমর একুশে বইমেলা-২০২৫ এ পাওয়া যাচ্ছে।
Leave a Reply