সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:
আজ মাদারীপুর জেলার ডাসার উপজেলায় বালিগ্রাম ইউনিয়ন পরিষদে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বালিগ্রাম ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান মো:মজিবুর রহমান খানের
সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উক্ত সভা পরিচালনা করেন ডাসার ও কালকিনি উপজেলা গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন (লিটন), বালিগ্রাম ইউনিয়নের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিনয় দা,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো:আল আমিন হোসেন প্রমুখ।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ইউপি প্রতিনিধিগণ,শিক্ষক,
সাংবাদিক,সমাজকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মীয় প্রতিনিধি, কৃষক প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বিরোধ নিস্পওি করতে পারে তাই এ ছোট ছোট বিরোধ যেন থানা বা আদালত মুখী না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভা শেষে গ্রাম আদালতের মাধ্যমে কিভাবে আবেদনকারী ও প্রতিবাদী ও সাধারণ জনগন ন্যায় বিচার পায় এবং অভিযোগের সমস্যা সমাধান করা হয় তার একটি ভিডিও চিত্র দেখানো হয়
Leave a Reply