মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
গত ইং ০৮/১২/২০২৪ খ্রিঃ মনিরামপুর থানাধীন মেঘনা ব্যাংক পিএলসি মনিরামপুর শাখায় কর্মরত ব্যবস্থাপক মোঃ আব্দুল হালীম(৪৭), এর ব্যক্তিগত মোবাইল নাম্বারে অজ্ঞতনামা একটি মোবাইল নাম্বার থেকে কল আসে এবং সে নিজেকে মেঘনা ব্যাংক হেড অফিসের কর্মকর্তা পরিচয় প্রদান করে। পরিচয়ের একপর্যায়ে সে বাদীর শাখায় ব্যবহৃত ইলেকট্রনিক্স জিনিসপত্রের বিল বকেয়া রয়েছে মর্মে জানাই এবং বাদী যেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরিত বিল গুলো দ্রুত পরিশোধ করেন।
পরবর্তীতে আসামিরা গত ইং ০৮/১২/২০২৪খ্রিঃ হতে ইং ০৩/০২/২০২৫খ্রিঃ পর্যন্ত সর্বমোট ১২(বার) টি বিল পাঠায় এবং বাদী তার অফিসের সহকারী খন্দকার শাহ আলম(৩৮) ও আব্দুল আহাদের মাধ্যমে অফিসের পাশেই অবস্থিত শহীদ ইলেকট্রনিক্স দোকান হতে বিভিন্ন সময়ে আসামিদের পাঠানো পাঁচটি নাম্বারে সর্বমোট ৬,৬১,৩৯৩/-(ছয় লক্ষ একষাট্টি হাজার তিনশত তিরানব্বই) টাকা প্রদান করেন।
এমতাবস্থায় আসামিদ্বয় বাদীর নাম্বারে ধারাবাহিকভাবে বিল পাঠাতেই থাকলে বাদী বুঝতে পারেন যে সে হয়ত কোন প্রতারক চক্র দ্বারা প্রতারিত হচ্ছেন, তখন বাদী টাকা পাঠানো বন্ধ করে দেন এবং মনিরামপুর থানায় অভিযোগ করেন।
এই সংক্রান্তে বাদীর অভিযোগের ভিত্তিতে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই(নিঃ)/ শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম অদ্য ১২/০২/২০২৫খ্রিঃ রাত ০৩.৫০ ঘটিকায় কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে উক্ত প্রতরণার সাথে জড়িত ১নং আসামি মোঃ কুরবান আলী শিকদার(৩৮), পিতা- মোঃ রমজান আলী শিকদার, সাং-বাহাদুরপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ি এবং অপর আসামি তার শ্যালক মোঃ আরিফ মোল্ল্যা(৩৫), পিতা-মোঃ রমজান আলী শিকদার, সাং-দেশওয়ালী পাড়া, থানা-কুষ্টিয়া, জেলা-কুষ্টিয়া কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
এই সংক্রান্তে মোঃ আব্দুল হালীম(৪৭) বাদী হয়ে এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলা নং-০৯,তাং-১২/০২/২০২৫খ্রিঃ ধারা-৪০৬,৪১৯,৪২০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীর তথ্য:
১। মোঃ কুরবান আলী শিকদার(৩৮), পিতা- মোঃ রমজান আলী শিকদার, সাং-বাহাদুরপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ি, এ/পি সাং-দেশওয়ালী পাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া,
২। মোঃ আরিফ মোল্ল্যা(৩৫), পিতা-মোঃ রমজান আলী শিকদার, সাং-দেশওয়ালী পাড়া, থানা-কুষ্টিয়া, জেলা-কুষ্টিয়া।
উদ্ধারকৃত আলামতঃ
১। প্রতরণার কাজে ব্যবহৃত ০৫(পাঁচ) টি মোবাইল।
Leave a Reply