প্রসেনজিৎ চন্দ্র শর্মা (দিনাজপুর জেলা প্রতিনিধি)
টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি অফিস হলরুমে বীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বীরগঞ্জ পৌর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট রেজাউল করিম এর সভাপত্বে ও ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান এর সঞ্চালনায় দ্বি-বাষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মুন্সী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন, দিনাজপুর জেলা শাখার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাসেদুন নবী বাবু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধুলু, বাংলাদেশ জামায়েতের দিনাজপুর -১ আসনের এমপি পদপ্রার্থী মতিউর রহমান সহ আরোও অনেকে।
সম্মেলনে বীরগঞ্জ উপজেলার প্রায় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহন করেন। এসময় বক্তরা বলেন এই সংগঠনের মূল উদ্যেশ্য দেশে ক্ষুদ্র ব্যবসায়ী ও বিনিয়োগ সৃষ্টি করা। অল্প টাকায় কিভাবে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠা যায়, এ বিষয়ে ব্যবসায়ীদের দিক নির্দেশনা দেন।
01309545466
Leave a Reply