রাম কৃঞ্চ সাহা রামা, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শান্তি কামনায় ১৩তম বার্ষিকী উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী বেকড়া সিদ্ধেশ্বরী কালীবাড়ীতে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্ম সভা, লীলা কীর্ত্তন ও ষোলপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারী ২০২৫ইং শুক্রবার থেকে ১৮ ফেব্রুয়ারী ২০২৫ইং মঙ্গলবার পর্যন্ত এ অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে এ অনুষ্ঠিত হয়েছে।এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
শেষ প্রহরের মহানাম যজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক খন্দকার ওয়াহিদ মুরাদ। তিনি তার বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ নজরুল ইসলাম খান,অবসরপ্রাপ্ত সেনা সার্জেট, মোঃ কহিনূর রহমান, উত্তম কুমার রায়, গণেশ চন্দ্র শীল, সুজিত দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামযজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা ভগবানের নামে কীর্তন ও প্রার্থনায় অংশ নেন, যা সমগ্র এলাকার পরিবেশকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়।
আয়োজক কমিটির সদস্যরা জানান,প্রতি বছরই এই ধরনের ধর্মীয় আয়োজন করা হয়, যা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।পৃথিবীর সর্বত্রই শুনা যাচ্ছে ক্ষুধা, দারিদ্র, হিংসা, বিদ্ধেষ আর সংঘাতের প্রতিধ্বনি। জগৎ কল্যাণ, জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় যুগাবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত হরিনাম সংকীর্তন।
Leave a Reply