রানীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ইটভাটা।এসব ইটভাটার নেই কোন লাইসেন্স।উর্বর জমির মাটি কেটে অবাধে এসব ভাটায় বানানো হচ্ছে ইট।নামেমাত্র অভিযান চললেও টাকা দিয়ে ম্যানেজ করে ভাটাগুলো পুনরায় পুর্বের ন্যায় অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে।
রানীশংকৈলের ইট ভাটাগুলোর অবস্থান জনবসতিপুর্ন এলাকায়।স্পর্শকাতর বিষয় হচ্ছে — রানীশংকৈল মহলবাড়ী এক কিলোমিটারের মাঝখানেই অবৈধ ৪ টি ভাটা স্থাপন করা হয়েছে এবং সেগুলোর অবৈধ ব্যবসা পরিচালনা করে রাতারাতি কলাগাছ বনে গেছেন মালিকরা। অদৃশ্য শক্তির জোরে চলছে এই অবৈধ ইটভাটাগুলো। পোড়ানোর কাজে ব্যবহার হচ্ছে -পুরনো প্লাস্টিক,টায়ার এবং কাঠকয়লা।পুরানো প্লাস্টিক এবং টায়ার, কয়লা পুড়ানোর কারনে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক।এসব ইট ভাটাগুলোর বিষাক্ত কালো ধোঁয়ার কারনে ক্ষতি হচ্ছে- মানুষ,পশু,পাখি,গাছপালা এবং জলাশয়ের।ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় জমির ফলন কমে গেছে।
অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে জেলা প্রশাসককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, লোকবলের অভাবে ব্যবস্থা নেয়া যাচ্ছে না তবে আমাদের অভিযান চলমান থাকবে।
Leave a Reply