সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ১৯/২/২৫ ইং তারিখ সকাল ১০.৩০মি: ঘটিকার মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডাসার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন মহোদয়। উক্ত আইনশৃঙ্খলা সমন্বয় সভার সভাপতি ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সন্মানিত সভাপতি জনাব সাইফ-উল-আরেফীন বলেন প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নিয়মিত এজলাসে বসে গ্রাম আদালতের শুনানি পরিচালনা করবেন।ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ তিনলক্ষ টাকা পর্যন্ত ছোট ছোট বিরোধ নিষ্পত্তি করতে পারে।তাই সাধারণ জনগন যেন থানা বা আদালত মুখী না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগন প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের পেশকারের দায়িত্ব পালন করবেন।তিনি আরও বলেন আমি প্রতিনিয়তই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করব তাই সবাইকে সকল নথিপত্র হালনাগাতে রাখতে হবে।সভায় গ্রাম আদালতের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করেন ডাসার উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।সভায় উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহম্মদ আব্দুল বারিক পিপিএম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
Leave a Reply