সিয়াম বাবু স্টাফ রিপোর্টার বগুড়া
আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি, বগুড়া সাতমাথায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ২ দিন ব্যাপী জনমত জরীপ ক্যাম্প অনুষ্ঠিত।
সরেজমিনে দেখা যায় বিপুল আগ্রহের সাথে মানুষ তাদের মতামত প্রদান করছেন। মতামত গ্রহণ একটি ফরম এ ৫ টি প্রশ্ন ছিল। নতুন রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা, কোন কাজ করলে দেশ বদলে যাবে, রাজনৈতিক দলের কাছে জীবনের যে সমস্যার সমাধান প্রত্যাশা, দলের নাম ও প্রতীকের ব্যাপারেও মতামত চাওয়া হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি বলেন, ক্যাম্পেইন শুরু হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সারা দেশের ন্যায় বগুড়াতেও এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। বগুড়ার মানুষের জুলাই আন্দোলনের ন্যায় এখানেও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
উক্ত ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার মিদুল হোসাইন, জিয়াউর রহমান, শওকত ইমরান, সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ আল সানি, মতিউর রহমান, জোবায়ের প্রমূখ।
Leave a Reply