প্রান্ত মিস্তী
পিরোজপুরের জেলার নাজিরপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তন হল রুমে এ আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী এর পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাসুদ সাইদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা কৌশিক আহমেদ,
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, নাজিরপুর উপজেলা জামায়াত আমীর আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়েত ইসলামের উপদেষ্টা এডভোকেট আবু সাইদ মোল্লা,আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার শিকদার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,
ও স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনাসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply