মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
পাঁচবিবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু সুফিয়ান (মুক্তার), পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, পৌর জামায়াতে আমীর মাওলানা আবুল বাশার।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি এল.বি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল হোসেন, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। আমাদের দায়িত্ব বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং বিশ্বদরবারে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরা। তিনি অতীত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply