হাবিবুর রহমান রনি , সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সেবা মেডিকেল সার্ভিসেস এন্ড ডক্টর’স সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথায় অবস্থিত উক্ত ক্লিনিকে শতাধিক রোগীকে মেডিকেল ক্যাম্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে রোগী দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ‘জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল’ এর রেসিডেন্ট ডা. সিফাতুল ইসলাম (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য) এবং গাইনী ও শিশু চিকিৎসা প্রদান করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন হক (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য)।
চিকিৎসা বিষয়ে ডা. সিফাতুল ইসলাম বলেন, ‘স্বাধীন দেশে সকলের চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, অনেক সময় আর্থিক সহ নানাবিধ কারণে গ্রামের সাধারণ মানুষেরা ভালো চিকিৎসা গ্রহণের সুযোগ হয় না। তাদের চিকিৎসা সেবার মাধ্যমে যাতে উপকৃত হতে পারে সেজন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।’
গুরুত্বপূর্ণ দিবসটি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি সকল পরীক্ষার উপরে ৫০% ছাড় দেয়া হয়েছে।
Leave a Reply