কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন, ঝালকাঠি কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠি’র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “একুশের চেতনা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি জনাব আশরাফুর রহমান এঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায় এঁর সহধর্মিনী ও লেডিস ক্লাব ঝালকাঠি’র সহ-সভাপতি মিজ টুম্পা সরকার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ অন্তরা হালদার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহিতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর মিজ ফারহানা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান। আলোচকগণ একুশের চেতনা বাস্তবায়নে তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
মহান একুশের চেতনা কেবল ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাসই নয়, এটি স্বাধীনতা, ন্যায়বোধ ও জাতীয় অগ্রগতির অনুপ্রেরণাও বয়ে আনে। তারুণ্যই আগামীর ভবিষ্যৎ, আর একুশের আদর্শে উজ্জীবিত হয়ে জাতি গঠনে তাদের ভূমিকা অনস্বীকার্য।
সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধিরা একুশের চেতনা বুকে লালন করে জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply