মোঃ মুসলিম হক :
বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বড় তিলাইন যুব সমাজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বড় তিলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যা ৭ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক মোঃ উসমান আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলাম।
দিনাজপুর জেলা নবীণ দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু আল ইমরান প্রধান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যা রাজিনা খাতুন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরীফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ৬নং ভান্ডারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুর রহমান, ৬নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজ শাকিল প্রমূখ।
Leave a Reply