মোহাম্মদ উল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধি
আজ ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় কুমিল্লা লালমাই উপজেলা বাগমারা কেন্দ্রীয় জামেমসজিদে’র সামনে, বৃহত্তর বাগমারা সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে “মানববন্ধন” অনুষ্ঠিত হয়,
বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র – ছাত্রী,বাগমারা বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন,
বক্তব্যে সবাই বাগমারা বাজার যানযট নিরসন,চরম জনদূর্ভোগ ও দূর্ঘটনা রোধ কল্পে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার অংশে ফোরলেন দ্রুত বাস্তবায়ন করতে, সড়ক বিভাগের কর্মকর্তা, জেলাপ্রশাসক, সর্বপরি মাননীয় সড়ক উপদেষ্টা’র সু দৃষ্টি কামনা করেন,
আজকের এই মানববন্ধন এরমধ্যে যদি কাজ শুরু না হয়, তবে আগামীতে মহাসড়ক অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন,
Leave a Reply