মঞ্জুরুল ইসলাম লিটন – লংগদু প্রতিনিধিঃ
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প ১ম সংশোধিত আওতায় পাহাড়ি জমিতে মরিচ চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
২৫ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টার কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উদ্যোগে লংগদু উপজেলাধীন পশ্চিম বাইট্টা পাড়া এলাকায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম সোনাই মোহাম্মদিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হক এর সভাপতিত্বে উপজেলা হর্টিকালচার সেন্টার উপ-সহকারী নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ইসরাফিল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ ,আরোও অন্যান্য অতিথি সহ উপস্থিত ছিলেন সকল কৃষকবৃন্দ।
এ সময় উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ মসলা জাতীয় ফসলের নানাবিধ আলোচনা তুলে ধরেন কৃষকদের মাঝে। মসলা জাতীয় ফসলের মধ্যে মরিচ চাষে উৎসাহ প্রদান করে তিনি আরোও বলেন মরিচ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, আমাদের দেশের অনেক জেলাতেই বাণিজ্যিকভাবে মরিচ চাষ করা হয়। মরিচের বাজার মূল্যও অনেক। মরিচ চাষের মাধ্যমে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করে নিতে পারি। তার জন্য মরিচ চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে ভালোভাবে আমাদের জানতে হবে। মরিচ চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না এবং বর্ষায় পানি উঠে না। জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা থাকতে হবে। যে স্থানে প্রচুর রোদ ও বাতাস চলাচলের ব্যবস্থা আছে মরিচ চাষের জন্য সেই স্থান নির্বাচন করতে হবে।
এ ছাড়াও লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা ইসরাফিল হক বলেন, পাহাড়ে মরিচ চাষ করে লাভবান হওয়া সম্ভব যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা ও পর্যবেক্ষণ করা যায়। মরিচ পাহাড়ে সম্ভাবনাময় ফসল৷ নিজেদের চাহিদার পাশাপাশি বানিজ্যিক ভাবে লাভবান হওয়া সম্ভব।
একজন চাষী যদি সঠিকভাবে আধুনিক উপায়ে কাঁচা মরিচ চাষ পদ্ধতি অনুসরণ করে, তাহলে সহজেই লাভবান হতে পারবে। পরে ১০০ জন কৃষকের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়৷
Leave a Reply