আবু রাসেল সুমন:
খাগড়াছড়ির মাটিরাঙায় গোমতী ভবানী চরণ রওয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে স্কুল কতৃপক্ষ।
সহকারী শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় ও
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো:আরিফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ থাকবে ১মাস ১০ দিন। দীর্ঘ এসময়ে বাচ্চারা যেন বই থেকে দুরে সড়ে না পড়ে,সে বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেন। পাশাপাশি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় খেলাধুলার প্রতি যত্নশীল ও তাদের সাথে খারাপ আচরন না করে মানবিক আচরণ করার প্রতি তাগিত দিয়েছেন।
প্রধান শিক্ষক মায়েদের উদ্দেশ্য বলেন, ২৪ ঘন্টার মধ্যে বাচ্চারা আমাদের কাছে থাকেন ৮ঘন্টা।বেশির ভাগ সময়েই বাচ্চা বাড়িতে থাকেন। সে সময়টা আপনারা বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। কারন স্কুলে শিক্ষার্থীদের হার প্রতিনিয়ত কমছে পরিবার কারণে। সকলের সহযোগিতায়ই পারে ঝরে পড়া রোধ করতে। তাই কেমলমতি শিশুদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে ও সব সময় শিক্ষকদের সাথে যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। শিশুদের সুন্দর আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিটি মুহূর্ত তাদের প্রতি যত্নশীল হতে হবে।
আরো বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক অহিদুর রহমান ও নেহারিকা ত্রিপুরা প্রমুখ।
এসময় শিক্ষার্থী অভিভাবক, সুশীল ব্যক্তি ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply