মোঃ আলী শেখ :
পবিত্র রমযানের পবিত্রতা রক্ষার্থে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা রাজৈর পৌরবাসী’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
০১ মার্চ ২০২৫ ; শনিবার সকালে রাজৈর পৌরসভার প্রধান সড়কগুলোতে এই গণ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-উলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গণ মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার বহন করে রমযানের পবিত্রতা রক্ষার বার্তা দেন। তারা রমযান মাসে অশ্লীলতা, নৈতিক অবক্ষয়, প্রকাশ্যে খাদ্য গ্রহণ ও পানীয় পান না করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানান।
গণমিছিলে উপস্থিত ছিলেন আলেম ও সংগঠক মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ, মুফতি মুহাম্মাদউল্লাহ ফাহমি, মাওলানা হাফিজুর রহমান, মুহতারাম আবুল হাসান খান,মুহতারাম মোঃ সুমন ফকির এবং অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সংগঠনের নেতারা তাদের বক্তব্যে বলেন, রমযান কেবল সিয়াম-সাধনার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই মাসের পবিত্রতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, যেন রমযানের পবিত্রতা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
মিছিল শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করা হয়।
Leave a Reply