শাহাদাত কামাল শাকিল
কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা বশির ও তার স্বামী অত্র বিদ্যলয়ের সাবেক সভাপতি আবুল বশিরের বিরুদ্ধে দূর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, জানা আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা শুরু থেকে দীর্ঘ দিন যাবৎ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন আবুল বশির সভাপতি থাকা কালীন সময়ে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বানিজ্য, আর্থিক লুটপাট, জমি দখল সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি।
২০০৭ সাল থেকে আবুল বশির একটানা সভাপতির থাকার বিষয়ে একবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারনে তদন্ত প্রতিেবদন দেওয়া হয় এবং বলা হয় উক্ত প্রতিষ্ঠানে একটানা সভাপতি থাকা যবেনা এর পরও আবুল বশির জোর করে সভাপতির পদ দখল করে আর্থিক সুবিধা ভোগ করেছেন, অভিযোগ সূত্রে আরো জানা যায় যে, আবুল বশির ৩ জন কর্মচারি নিয়োগে ১১ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন, এমন কি তার পছন্দ মত সহকারী শিক্ষক নিয়োগ দিতে না পারায় সাক্ষাতকারের কোন বোর্ড না বসিয়ে তার স্ত্রী রেহানা বশিরকে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ দিয়ে থাকেন, তদন্তে জানা যায়, রেহানা বশিরের ছেলে আমেরিকা বসবাস করার কারনে রেহনা বশির প্রতি বছর ৫-৬মাস স্কুলে উপস্হিত না থেকে আমেরিকা অবস্হান করেন, এবং সেখানে বসে বেতন ভাতা গ্রহন করেন, এবং ৬ মাস পরে দেশে এসে হাজিরা খাতায় সই করে থাকেন।তদন্তে আরো জানা যায়, আবুল বশির ও তার স্ত্রী রেহানা বশির দ্বৈত নাগরিকত্ত নিয়ে দুই দেশের সুযোগ সুবিধা গ্রহন করে যাচ্ছেন। তাই তার এ ক্ষমতার দাপটে স্কুলের অন্যন্য শিক্ষকগন অতিষ্ট হয়ে আছেন।
জানা যায়, সাবেক সভাপতি আবুল বশির গত আওয়ামীগ সরকারের আমলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাংলাদেশ এর মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন, তখনকার এ ক্ষমতার দাপট দেখিয়ে সে স্কুলের সকল সেক্টরে দূর্নীতি ও সকল শিক্ষকদেরকে চাপের মুখে রাখতেন, তার এ কর্মকান্ডের জন্য কুমিল্লা জেলা প্রসাশক কাছে একাধিক অভিযোগ ও করা হয়েছে, বর্তমানে স্কুলটির নতুন কমিটি ঝুলে আছে সেই আবুল বশিরের কারনে। তাই এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ লোকজন এবং শিক্ষকদের দাবী বর্তমান উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্কুলটি সুন্দর ভাবে পরিচালনার সার্থে গ্রহনযোগ্য কমিটির দিয়ে পরিচালনা করার জন্য অনুরোধ করেছেন
Leave a Reply