মোঃ মেরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব। পারিবারিক ও রাজনৈতিক কাজে পাঁচবিবিতে আসা এই নেতার ইফতারে পরিবারের সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু ঘাতক সিএনজির ধাক্কায় সে স্বপ্ন অধরাই রয়ে গেল।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ৫টা ৩ মিনিটের দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলাম নাছির বিপ্লব জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে বিপ্লব ফিচকার ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপ্লবের মৃত্যুতে পরিবার, স্বজন, প্রতিবেশী এবং দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply