মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
৫ মার্চ ২০২৫, মঙ্গলবার | ৩ রমজান ১৪৪৬ হিজরি জয়পুরহাটের পাঁচবিবিতে জীবন্ত শহীদ মিজানুর রহমানের পারিবারিক উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওমর ফারুক।
প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ। তিনি পবিত্র রমজানের ফজিলত, আত্মশুদ্ধির গুরুত্ব ও সমাজ সংস্কারে এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডা. মো. সুজাউল করিম
নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার
এছাড়াও আলোচনায় অংশ নেন আবু নাঈম মোহাম্মদ অলিউল হক, মিজানুর রহমান, মারুফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশ-জাতির মঙ্গল কামনা এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
Leave a Reply