মনা যশোর শার্শা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে স্ব স্ব প্রতিষ্টানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ থানা এলাকায় নগদ অর্থ লেনদেন ও পরিবহনে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে থানার অফিসার ইনচার্জ(ওসি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ মার্চ) বেলা ১১ টার দিকে বেনাপোল পোট থানার কনফারেন্স কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়-ব্যবসা সংক্রান্ত বিষয়ে নগদ অর্থ লেনদেনে প্রয়োজনে পুলিশ স্কটের সহযোগীতা নেওয়া,
স্ব স্ব প্রতিষ্টানে সিসি ক্যামরা সচল আছে কি না তা চেক করা, ধারনকৃত ভিডিও হাডডিস্কে সংরক্ষিত হচ্ছে কি না তা যাচাই করা, প্রতিষ্টানে আগত সন্দেহজন ব্যাক্তির প্রতি নজর রাখা, টাকা জাল কি না তা ভালোভাবে যাচাই করা, বিকাশ লেনদেনের ক্ষেএে সেবা গ্রহনকারী ব্যক্তির তথ্য যথাযথভাবে রেজিস্ট্রারে লিপিবদ্ব করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ প্রসংগে ওসি মো.রাসেল মিয়া জানিয়েছেন, রমজান মাস এবং ঈদুল ফিতরকে ঘিরে বেনাপোলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
রমজানের শেষ দশকে এবং ঈদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে নজরদারি করা হবে। মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে ।
Leave a Reply