আবু ইউসুফ সোহাগ :
উম্মাহর কল্যাণে, সরল পথের সন্ধানে। এই স্লোগান কে সামনে রেখে উন্মোচন করা হয়েছে লগু এবং চালু করা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ।
শায়খ মাহমুদুল হাসান গুনবী কর্তৃক পরিচালিত সামাজিক সেবামুলক সংগঠনটি। ইতি মধ্যে দেশের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠির সদস্য।
আজ 4 ( সেপ্টেম্বর) বন্যা কবলিত এলাকা নোয়াখালী, লক্ষিপুর ও চাটখিল এলাকার 55 পরিবারে মাঝে তাদের অবস্থা অনুযায়ী 5 (হাজার) বা 10 ( হাজার ) টাকা নগত অর্থ হাদিয়া প্রদান করেন। উপস্থিত ছিলেন শায়েখ মাহমুদুল হাসান গুনবী, তিনি বলেন এই সংগঠনটি “শুধুমাত্র দেশ জাতি ও দ্বীন ঈমানের কল্যাণে কাজ করবে, ইনশাআল্লাহ ।
Leave a Reply