হোসেন আলী – বদরগঞ্জ রংপুর প্রতিনিধঃ
রংপুরের বদরগঞ্জে পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব মশিউর রহমানের দোকানে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হলেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি’র ছেলে আপেল।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের মারামারির যে ধরে সোমবার সন্ধ্যায় বদরগঞ্জ পৌরসভার প্রধান বাজার এলাকায় সাহাপুরে মশিউর রহমানের দোকানে এসে আপেল প্রথমে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং নগদ টাকা ও মালামাল নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মশিউর রহমান বলেন, “ আমার সঙ্গে পূর্বের একটা গন্ডগোল ছিল সেই ঘটনায় আপেলের জেলো হয়েছিল, ২৫ দিন জেল খেটে জামিন নিয়ে বাইরে আসে তারপর থেকে আমাকে মারার চেষ্টা করে, আজকে আমাকে মারার জন্য তারা আমার দোকানে এসে আমাকে না পেয়ে আমার দোকানে ভাঙচুর হামলা ও ছিনতাই করে , কিন্তু রাজনৈতিক বিদ্বেষ থেকেই এই হামলা হয়েছে। আমি আইনের আশ্রয় নেব।”
এদিকে অভিযুক্ত আপেলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply