মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোলের নামাজগ্রাম হতে ০১(এক) কেজি গাঁজা সহ আলী হোসেন(৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,শনিবার(১৫ মার্চ) বেলা ১টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে থানার একটি আভিযানিক দল বেনাপোল শহরের নামাজগ্রামে অভিযান চালায়। পুলিশ দলে নেতৃত্ব দেন এসআই আমির হোসেন ও এএসআই ইমামুল হক। তথ্য অনুযায়ী পুলিশ আলী হোসেনকে ধরে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা বিক্রয়ের কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তী মোতাবেক তার বসত বাড়ীর সম্মুখ হতে ০১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আসামী আলী হোসেনের বাড়ী নামাজ গ্রামে। সে মৃত আবুল হোসেনের ছেলে।
গাঁজা উদ্ধারের বিষয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানান, দেশের সীমান্ত লাগোয়া অত্র থানা এলাকায় চোরাচালান রোধ,মাদক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয় এবং ক সার্কেল,নাভারণ,যশোরের এএসপি জনাব নিশাত আল নাহিয়ান মহোদয়ের নিদেশনায় বেনাপোল পোট থানা এলাকায় পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ দুপুরের দিকে ০১(এক) কেজি গাঁজা সহ আসামী আলী হোসেনকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply