মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান, সদর থানার ওসি নূর আলম সিদ্দিক, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন।
Leave a Reply