কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল সোমবার দুপুরে মাকিষবাথান এলাকায় পৌরসভার ভিতরে টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপির নেতাকর্মীর সাথে হট্টগোল ও হাতাহাতি হয়। এর পূর্বেও টেন্ডারের ১ম ধাপে বিএনপি’র এক অংশ সিন্ডিকেটসহ পৌরসভায় হট্টগোল করেন। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে ২য় ধাপে টেন্ডার ড্রপিংনের সময় ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল-মামুন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেনের উপর উত্তেজিত হয় । যদিও শাহাদাৎ পৌরসভার ট্রেড লাইসেন্সের জন্য গিয়ে ছিলেন। প্রথমে পৌরসভার বহুতল ভবণে মামুন-শাহাদাতের মাঝে তর্ক-বিতর্ক হয়। তবে মামুনের নেতাকে অবমাননা করায় শাহাদাৎকে বার বার বাঁধা প্রদান করেন মামুন । এতে এক পর্যায়ে শাহাদাৎ মামুনকে বিভিন্ন হুমকি দিতে থাকে। পরে পৌরসভার নিচে দ্বিতীয় পর্যায়ে আবারও মামুনকে উস্কানিমূলক কথা বলায় শার্টের কলারে ধরে ফেলেন মামুন। এসময় পুলিশ, সাধারণ নেতাকর্মীসহ পৌরসভার লোকজনের বাঁধায় বড় ধরনের ঘটনা ঘটেনি। পরে পুলিশ, পৌরসভার কর্মচারী ও সাধারণ জনগনের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। পরে পুলিশের অতিরিক্ত জনবল পৌরসভায় মোতায়েন করা হয়। শান্ত পরিবেশে দুপুর ০১:৫ মিনিটে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদের নেতৃত্বে সুষ্ঠু ভাবে টেন্ডারের ড্রপিং ও ওপেনিং কার্যক্রম শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ টেন্ডারে অংশগ্রহণকারী সাধারণ জনগণ ও সাংবাদিকবৃন্দ।
কালিয়াকৈর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, নিজেদের মধ্যে রাজনীতির প্রভাব নিয়ে পৌরসভায় গন্ডগোল হয়েছে। এটা তাদের রাজনৈতিক বিষয়। টেন্ডারের কোন বিষয় না। পরে থানা পুলিশসহ সকলের সহযোগিতায়, শান্ত পরিবেশে টেন্ডার ড্রপিং ও ওপেনিং করা হয়। রিটেন্ডারে যিনি সর্বোচ্চ ডাক দিয়েছে তাকেই ইজারা দেওয়া হবে।
Leave a Reply