মোঃ রানা ইসলাম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কে, ডেবাডাঙ্গী মালোতিচুয়া নামক জায়গায় ,আজ সন্ধ্যায় আলু বোঝায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা স্থানে ১জন নিহত হয়। এবং আহত হয় অনেকই ।আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় ২জন নিহতের খবর পাওয়া গেছে। এবং আহত হয়েছেন আরো ৪জন।
আহত ৪ জন হলেন,আহত: মহসিনা বেগম (৪৫), পিতা: নাছির উদ্দীন, গ্রাম লাহেরী, আকলিমা (২২), স্বামী জসিম, গ্রাম জামাইবাড়ি পীরগঞ্জ। আসিয়া জান্নান (৩), পিতা আব্বাস আলী, গ্রাম লাহেরী। মুরাদ (২৪), পিতা মৃত মমতাজ, গ্রাম মহুবাসি,সদর ঠাকুরগাঁও।
নিহতরা হলেন – জয়ন্ত রায় (২৯), পিতা দিনারায় রাম, গ্রাম চেয়ারম্যানপাড়া। আরফান (২৩), পিতা আমিরুল, গ্রাম মধুপুর বালিয়াডাঙ্গী।
Leave a Reply