শাওন আহাম্মেদ- শেরপুর জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার সন্ধ্যায় রানীশিমুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে টেংঘরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
রানীশিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর রুকনুজ্জামান লাখোর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, শ্রীবরদী উপজেলা ওলামা দলের সভাপতি, হাফেজ মাসুদুর রহমান, জাতীয় তাবাদী জাসাস সভাপতি, ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল।
যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি সদস্য সচিব জাকির খানসহ উপজেলা বিএনপি, রানিশিমুল ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মসহ প্রায় চার হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
Leave a Reply