সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা:
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ এর উদ্যোগে এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। কালাপানিয়া উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেন সংগঠনের সদস্য ও স্থানীয় ফুটবলপ্রেমীরা।
মাঠে নেমেই খেলোয়াড়রা দারুণ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে খেলতে শুরু করেন। দুই দলই দর্শকদের মুগ্ধ করার মতো পারফরম্যান্স প্রদর্শন করে। খেলার দ্বিতীয়ার্ধে টানাসা রোডের উত্তর পাশ্বে বাপ্পি একাদশ এগিয়ে গেলেও টানাসা রোডের দক্ষিণ পাশ্বে শিমুল একাদশ দুর্দান্ত কামব্যাক করে ম্যাচে উত্তেজনা বাড়িয়ে তোলে। শেষ মুহূর্ত পর্যন্ত চলে টানটান প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মাতিয়ে রাখে।
ম্যাচ শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের খেলাধুলার আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, বরং সামাজিক বন্ধন দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সামছুল আজম অঞ্জু, সভাপতি মন্ডলী সদস্য জামিল উদ্দিন রিদয়, আব্দুর রহমান রিপন, রেফায়েত হোসেন রিপন, সহ-সভাপতি শফিউল আজম, মাস্টার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সাহিত্য সম্পাদক মাস্টার শরফুল আজাদ শিবলু, দপ্তর সম্পাদক মাশরুর কামিল তকি,সদস্য আরফাত বিনতে সোহেল, রিফাত, নাছির উদ্দিন সহ অনেকেই।
উক্ত ম্যাচে সার্বিক পরিচালনা করেন ক্রিয়া সম্পাদক ইকবাল হোসাইন
মাকসৃ’র সভাপতি বলেন “ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং সুস্থ বিনোদন নিশ্চিত করতে আমরা এই ফুটবল ম্যাচের আয়োজন করেছি। সবাই যেভাবে উপভোগ করেছে, তা আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা দেবে।”
ক্রিয়া সম্পাদক বলেন এই ম্যাচকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ। সবাই আশা প্রকাশ করেছেন, প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply