সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
দীর্ঘ ১১ দিনের ঈদের ছুটিতেও সন্দ্বীপে থেমে থাকেনি স্বাস্থ্যসেবা। সরকারি-বেসরকারি সবখানে ছুটি থাকলেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদান ছিল নিরবচ্ছিন্ন।
মগধরা, হারামিয়া ও আমানউল্যা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ঈদের ছুটির সময়ও ২৪ ঘণ্টা সেবা চালু ছিল। এ সময় ৩ জন গর্ভবতী নারীকে ডেলিভারি সেবা, ১০ জনকে গর্ভকালীন সেবা, ৫ জনকে প্রসব-পরবর্তী সেবান এবং ২০ জন দম্পতিকে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (সুখী ট্যাবলেট, কনডম ও ইনজেকটেবল) সরবরাহ করা হয়।
সেবাগুলো শুধু ঈদের সময় নয়, এখনও প্রতিদিন নিয়মিতভাবে চালু রয়েছে। সপ্তাহে ৭ দিন, দিনে-রাতে ২৪ ঘণ্টা এই কেন্দ্রগুলো সাধারণ মানুষের পাশে রয়েছে।
Leave a Reply