সন্দ্বীপ (চট্টগ্রাম) সংবাদদাতা
৮ এপ্রিল, মঙ্গলবার দুপুরে মৌলভী বাজার রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী অনিক (পিতা: রিয়াদ) নিহত হয়েছেন। সে বাউরিয়া ৮নং ওয়ার্ডের বেরীবাদ এলাকার বাসিন্দা এবং ট্রাকের হেলপার হিসেবে কাজ করছিল।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটে যখন ট্রাকটি রানিং অবস্থায় ছিল। ট্রাকটি চালানোর সময় স্টিট বেকারের ধাক্কায় হেলপার অনিক গাড়ি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী শোকাহত হয়ে পড়েছেন।
মৃতের পিতা রিয়াদ তার ছেলে অনিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার ছেলে খুবই কর্মঠ ছিল, এভাবে তাকে হারিয়ে আমরা স্তম্ভিত।”
এলাকার মানুষেরা জানান, দুর্ঘটনা ঘটার পরপরই আশপাশের লোকজন ছুটে আসেন, তবে গুরুতর আঘাতের কারণে অনিককে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলেন, অনিক ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সবার প্রিয় একটি ছেলে। তাকে এভাবে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত।
এমন মর্মান্তিক ঘটনার পর, এলাকার বাসিন্দারা সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
Leave a Reply