মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীর শিবপুর থানা ভরতের কান্দিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি আঘাত ও গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে অদ্য ১৩ এপ্রিল ২০২৫ ইং রবিবার দুপুরে শিবপুর মডেল থানার পুলিশ ভরতের কান্দি গ্রামের স্বামীর বসত ঘর হতে স্ত্রী খাদিজার মরদেহ উদ্ধার করেন । এর আগে শনিবার দিবাগত রাতে কোনো একসময় স্ত্রী খাদিজা আক্তার (৩৫) কে এলোপাথাড়ি আঘাত ও গলাটিপে হত্যার পর স্বামী তারেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকালে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে খাদিজার মরদেহ দেখতে পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ কে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান। নিহতের গলা ও মুখ এবং গালে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েক মাস যাবত স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে স্বামী তারেক জড়িত থাকার কারণে স্বামী,স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়ার বিবাদ হতো এবং খাদিজা একাধিকবার তার পিতার বাড়িতে আটক হয়েছিললেন , এ ব্যাপারে একাধিকবার সালিশ দরবার হয়েছে ,স্বামী তারেক বিভিন্ন লোকজনের সুপারিশ নিয়ে খাদিজার বাপের বাড়ি থেকে পুনরায় সংসার করার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বামী তারেক এর নিজ বাড়িতে নিয়ে আসে । দুই এক দিন ভালো ভাবে চললেও পুনরায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের সংসারে অশান্তি নেমে আসে । ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার নামে ডাকাতি সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় স্বামী তারেক ও স্ত্রী খাদিজার সাথে পুনরায় পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোন এক সময় স্বামী তারেক স্ত্রী খাদিজাকে বিভিন্ন আঘাত ও গলাটিপে হত্যা করে মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে ঘাতক স্বামী তারেক পালিয়ে যায় । শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আফজাল হোসাইন বলেন, এ ব্যাপারে মেয়ের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার নং ১৬/৪/২৫ ইং স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে।
Leave a Reply