মোঃ হামজা শেখ, রাজবাড়ী
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
সোমবার (১৪ এপ্রিল) সকালে পাট্টা ইউনিয়ন পরিষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পাট্টা বাজার, বাহের মোড় বাজার পর্যন্ত পৌঁছে আবার পরিষদ মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাট্টা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য ও পাংশা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক অতুল সরকার,
০১ নং ওয়ার্ড ইউপি সদস্য ময়েন উদ্দিন বিশ্বাস, ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু তাহের, ০৫ নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুর রহমান, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রাফেজা বেগম, ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ খাঁন, ০৮ নং ওয়ার্ড ইউপি সদস্য
দুলাল শেখ, ০৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুপসি বেগম,৪,৫, ৬ নং ওয়ার্ডের আলেয়া বেগম,৭,৮, ও ৯ নং ওয়ার্ডের হাচিনা বেগম,ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, গ্রাম পুলিস সহ ও বিভিন্ন শ্রেনি পেশার লোক উপস্থিত ছিলেন।
এসময় ইসরায়েলের হাতে নির্যাতিত ফিলিস্তিনের জন্য দোয়া কামনা করেন উপস্থিত সবাই।
এসময় পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল বিশ্বাস বলেন, বাংলা নববর্ষ
বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। নতুন বছর আমাদের সবার জীবনে অতীতের সকল ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি।
Leave a Reply