সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনার পর তাকে নিয়ে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু মৃত ঘোষণা করেন।নিহতের চাচাত ভাই ও ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রায় তিন বছর আগে দুবাই থেকে স্থায়ীভাবে বাড়ি ফেরেন দেলোয়ার। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। প্রবাস থেকে ফিরে দেলোয়ার কৃষিকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। মঙ্গলবার বিকালে বৃষ্টি ও দমকা হাওয়া বইলে তার বাড়ির পাশে পুটিয়া নদীর পাড়ে যান গরু আনতে। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত্য ঘোষণা করেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।”
Leave a Reply