নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরে ঔষধের দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট বাজারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ত্রিপেন্দ্র বাদী হয়ে গত মঙ্গলবার ১৫ই এপ্রিল নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, ১৭বছর যাবত দোকান ভাড়া নিয়ে ফার্মেসীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন ত্রিপেন্দ্র। দুই বছর আগে দোকান মালিক আনু মিয়ার ছেলে হোসাইন মিয়া চার লাখ টাকা সিকিউরিটি বাবদ দাবি করে। টাকা ত্রিপেন্দ্র সরকার দিতে না পারায় তাকে দোকান ছেড়ে দেওয়ার কথা জানায়। বিষয়টি বাজার কমিটিকে জানানো হলে এ নিয়ে কয়কদফা মিটিং হয়। পরবর্তীতে দোকান ত্রিপেন্দ্র সরকারকে দোকান পুনরায় দেওয়ার কথা বলে কিছু টাকাও নেন মালিক। সর্বশেষ ঘটনার দিন কয়েকজন বহিরাগত লোক নিয়ে ত্রিপেন্দ্রের দোকানে হামলা চালায় দোকান মালিক আনু মিয়া গং । এসময় ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় চার লাখ টাকা নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা।মামলার আসামীরা হলেন,আনু মিয়া, হোসাইন মিয়া, মোহাই মিয়া ও সুমন মিয়া।অভিযোগকারী ত্রিপেন্দ্র সরকার বলেন, আমার দোকানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করা হয়েছে। বছরের শেষদিন পাওনাদারদের দেওয়ার জন্য রাখা চার লাখ টাকাও নিয়ে গেছে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত মোহাই মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ ত্রিপেন্দ্র আমার দোকান খালি করে দেয়নি।তার সাথে ভাড়াটিয়া চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দোকানঘর খালি করে দিতে বলতে গিয়েছিলাম।আমরা কোন হামলা ও লুটপাট করিনি।ভলাকুট বাজার কমিটির সভাপতি মো.ছোয়াব খান বলেন,ত্রিপেন্দ্র সরকার ও মালিক পক্ষকে নিয়ে পরের দিন বিষয়টি সমাধানের লক্ষ্যে বৈঠকে বসার কথা ছিলো।কিন্তু এর আগের দিন ঝামেলা হয়েছে। বিষয়টি দুঃখজনক। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply