রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
চিলমারী নৌবন্দর এলাকার রমনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক কারবারীকে আটক করেছে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম। পরে আটকৃতদের চিলমারী মডেল থানায় নেওয়া হয়।
আজ (২১ এপ্রিল) সোমবার সকাল ১০টায় কুড়িগ্রামে চিলমারী নৌবন্দরের রমনাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশায় করে মাদক পাচারের সময় তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো – দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের স্ত্রী আঞ্জামা বেগম (৫৩) ও একই জেলার বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের একরামুল হকের স্ত্রী মোছাঃ মর্জিনা বেগম (৫০)।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম জানান, আটক দুই মাদক কারবারি নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply