নিহারেন্দু চক্রবর্তী,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জোরালী মিয়া (৬৫) নামের এ কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ২১ এপ্রিল) সকাল ১২টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফসলি জমির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে কে কিভাবে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহত জোরালী মিয়া (৬৫) উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, রবিবার এশারের নামাজের সময় বাসা থেকে বেরিয়ে যান জোরালী মিয়া। পরে সোমবার সকালে গ্রামের কৃষি জমিতে এক বৃদ্ধের গলা কাটা লাশ দেখতে পান কয়েকজন কৃষক। পরে গ্রামে খবর দিলে লোকজন গিয়ে দেখে এটি জোরালী মিয়ার লাশ। বিকালে নাসিরনগর থানা পুলিশ জোরালী মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
তবে স্থানীয় অনেকে জানিয়েছে, জোরালী মিয়ার গোষ্ঠীর সাথে কিছু দিন আগে একই গ্রামের আরেকটি গোষ্ঠীর দ্বন্দ্বকে কেন্দ্র করে একজন নিহত হয়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, এর আগের হত্যাকান্ডের জেরে হামলা ও লুটপাট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্তক না থাকলে এবারও হামলা ও লুটপাট হতে পারে।
নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, “আমার স্বামী এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।” সকালে আমরা খরব পাই কারা যেন উনাকে মেরে ফেলে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে নিহতের পুত্রবধূ ফিরোজা বেগম বলেন, “আমার শ্বশুরের সঙ্গে গ্রামের পশ্চিমপাড়ার একটি গোষ্ঠীর কিছুদিন ধরে বিরোধ চলছিল।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খাইরুল আলম জানান, সংবাদ পেয়ে জোরালী মিয়া নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply