ফেনী প্রতিনিধি:
গতকাল ২২শে এপ্রিল মঙ্গলবার রাতে ফুলগাজী উপজেলা আমীর জমাল উদ্দিন এর নেতৃত্বে সন্ত্রাসীদের নিয়ে মুন্সির হাট বাজার মেইন রোডে সাংবাদিক মহিউদ্দিন মহি খন্দকার এর উপর হত্যা উদ্দেশ্যো হামলা চালায় সোনালী ব্যাংকের সামনে ফল বিক্রেতা দক্ষিণ ফতেপুর গ্রামের ধনা মিয়ার ছেলে আনোয়ার (৩৮)। তাকে বিদেশ থেকে এই হামলা করার জন্য দিকনির্দেশনা দেয় তারালিয়া গ্রামের হারুন চৌধুরী।
ফেনী জেলা পুলিশ সুপার ও ফুলগাজী থানার নবাগত ওসি বিষয়টি নিশ্চিত হলেও লেখিত অভিযোগ না পাওয়ায় এখনও হামলার ঘটনায় জড়িত কাউকে আটক করে নাই।
জামায়াতের কর্মীরা কেন হামলা চালায় জানতে চাইলে জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মহিউদ্দিন মহি জানান; তিনি ইতালি প্রবাসী দরবারপুর গ্রামের নুরুল ইসলাম (নুরু উল্ল্যাহ) কল দিয়ে জানিয়েছে, ফুলগাজী থানার এসআই যশীষ উদ্দিন মজুমদার জন্য মোবাইল ফোন দাবি করেন আনোয়ার, এই বিষয়ে সত্যতা নিশ্চিত করতে নিউজ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে।
এদিকে ফুলগাজী উপজেলার আমির জামাল উদ্দিন ঘটনার সত্যতা যাচাই না করে হামলা চালানো ও হত্যার হুমকি দিয়ে মামলার করেন বলে জানান।
উক্ত ঘটনার সময় মোবাইল ও নগদ অর্থ ছিনতাই করে নিয়ে যায়।
নিউজ ও মামলা না করতে বিভিন্ন ভাবে রাজনৈতিক প্রভাব ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য যে সন্ত্রাসী আনোয়ার এর ছবি সংযুক্ত করা হয়েছে।
Leave a Reply