জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রহমতপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলালকে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ টায় অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত আব্দুল বারিক দুলাল (৫৫) রহমতপুর গ্রামের বাসিন্দা এবং এলাকার একজন আলোচিত ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ জুয়া ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সে এলাকার যুব সমাজকে বিপথে পরিচালিত করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এলাকাবাসী জানায়, দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
Leave a Reply