মঞ্জরুল ইসলাম লিটন লংগদু প্রতিনিধিঃ
যেকোনো সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ চলার জন্য এর একটি সাংবিধানিক নিয়মে চলতে হবে এ ধরনের সমিতির নীতিমালা সঠিক থাকতে হবে। সমিতির সদস্যদের সাপ্তাহিক / মাসিক যে টাকা তুলা হবে তা সম্পূর্ণ ব্যাংকে রাখতে হবে এবং প্রতিমাসে একটি করে মিটিং ডেকে সমিতি আয় ব্যয় সকল সদস্যদের মাঝে তুলে ধরতে হবে৷ এবং সমিতি থাকবে জবাবদিহিতা ও সচ্ছ। না হয় সমিতি দীর্ঘায়িত হবেনা ,এর বাস্তব প্রমান লংগদু মটর সাইকেল সমবায় সমিতি লিমিটেড, লংগদু উপজেলার সর্ববৃহৎ সমবায় সমিতি ছিলোএটি অথচ জবাবদিহিতা সচ্ছতা না থাকার ফলে সমিতির আয় ব্যয় হিসাব সঠিকভাবে দিতে পারছেনা দায়িত্বশীলরা। শুক্রবার সকাল দশ ঘটিকায় রাঙামাটি লংগদু উপজেলায় ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের শুভ উদ্বোধনে এ কথা তুলে ধরেন লংগদু উপজেলা বিএনপি বর্তমান সভাপতি তোফাজ্জল হোসেন এবং সমিতির সকল দায়িত্বশীল ও সদস্যদের মধ্যে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উপজেলার বাইট্টা পাড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।
এ সময় লংগদু উপজেলা ইজি বাইক মালিক সমিতির সভাপতি আব্দুল আলিম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, লংগদু সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মঞ্জুরুল হক, বাইট্টা পাড়া বাজার ব্যবসায়ী সভাপতি আমির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের লংগদু ইউনিয়ন সভাপতি ইউসুফ আলী সহ উপস্থিত ইজি বাইক সমিতির সকল সদস্যবৃন্দ। পরে অন্যান্য অতিথিরা সমিতির সকল সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Leave a Reply