কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকেই উন্নয়ন ও জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর যোগদান করা এই ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বও পালন করছেন।
তার সক্রিয় তদারকিতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে শৃঙ্খলা ও গতিশীলতা। বহু বছর ধরে অবহেলিত পৌরসভার সড়কগুলোর সংস্কার কাজও তার উদ্যোগে চলছে। সৌন্দর্য বর্ধন প্রকল্প, পৌর কর সচেতনতা, এবং জন্ম-মৃত্যু নিবন্ধনেও এসেছে গতি।
নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নিয়মিত মাঠ পর্যায়ে উপস্থিতি—সব মিলিয়ে ইউএনও নজরুল ইসলাম এখন এলাকাবাসীর আস্থার প্রতীক। নিজেই বলেছেন, “স্বচ্ছতা ও আন্তরিকতাই আমার কাজের মূল শক্তি।”
Leave a Reply