সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি:
আজ ২৮/৪/২৫ তারিখ বিকাল ৩.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক এনজিও সমন্বয় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব উত্তম কুমার দাস।উক্ত এনজিও সমন্বয় সভায় সভাপতি বলেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের এনজিও কি কি কাজ করেন তা অবশ্যই প্রতি মাসে রিপোর্ট আকারে আমার নিকট দাখিল করবেন।তিনি আরও বলেন আপনাদের মাধ্যমে গ্রাম আদালতের কাজের গতিশীলতা আনতে বিভিন্ন সভা সেমিনারে উঠান বৈঠকের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার করবেন কেননা এটা একটি সরকারি প্রকল্প।ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক ৩০০০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে।গ্রাম আদালতে
ফৌজদারী মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/-টাকা। আপনাদের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার প্রচারণা বাড়াতে হবে সাধারণ মানুষ যেন থানা বা আদালতমুখী না হয় সবাই যেন সঠিক বিচার পেতে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আসে সেই প্রচার আপনারা এনজিও গুলো করবেন।উক্ত এনজিও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ পর্যায় -৩,প্রকল্পের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,ব্র্যাক জেলা সমন্বয়ক মিতু দেবনাথ,কারিতাসের এরিয়া ম্যানেজার রুহুল আমিন,(আরডিএফ)এর ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলাম,সাজেদা ফাউন্ডেশন এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম,(আরআরএফ) এর আঞ্চলিক ব্যবস্থাপক গাজী বাসির আহমেদ সহ অন্যান্য এনজিওর প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
Leave a Reply