কে.এম. ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় লিগ্যাল এইড দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্তরে থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জজ আদালত চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার পূর্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. রহিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাসনিম জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা তথ্য অফিসার লেলিন বালা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হাসান, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ ইবন তাফাজ্জল হাসান খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুনাহার এবং ব্র্যাকের আইনি সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়ন বিভাগের ব্যবস্থাপক মোসা. মলি বেগম প্রমুখ।
সভায় বক্তারা লিগ্যাল এইড সেবার গুরুত্ব এবং সাধারণ মানুষের আইনি সহায়তার অধিকার নিয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply