আং কাদির রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি:
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করবে- প্রয়োজন সাংবাদিকসহ বিয়ানীবাজারবাসীর সহযোগিতা- নবাগত ওসি এনামুল চৌধুরী
বিয়ানীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি এনামুল হক চৌধুরী। গত রোববার তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদান পরবর্তী বিয়ানীবাজার প্রেস ক্লাব,
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় ওসি এনামুল হক চৌধুরী সাংবাদিকদের মাধ্যমে বিয়ানীবাজারবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন বলেন, প্রবাসী অধ্যুসিত এ উপজেলাবাসীর সব রকমের নিরাপত্তা দিতে পুলিশ সচেষ্ট রয়েছে। এ উপজেলাকে বসবাসের উপযোগী জনপদ এবং অপরাধমুক্ত রাখা পুলিশের দায়িত্ব। সে দায়িত্ব পালনে উপজেলাবাসীর পাশাপাশি সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। তবে কোন নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। তাঁর দায়িত্ব থাকবে পুলিশের হারানো সুনাম ফিরিয়ে এনে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা।
গত ৫ আগস্ট বিয়ানীবাজার থানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মধ্যে যুবক তারেক আহমদের মা ইনারুন নেছা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় যে মামলা দায়ের করেছেন সেখানে বিয়ানীবাজারের ৬জন সাংবাদিককে আসামী করা হয়েছে জানি এজাহারে সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, ছাদেক আহমদ আজাদ, সজীব ভট্টাচার্য, আফজাল হোসেন পলাশ, মোহসিন রনি ও মিছবাহ উদ্দিনকে হয়রানি না করা এবং মামলা থেকে তারা যাতে অব্যাহতি পান সেদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বাড়তি ভূমিকার রাখার দাবি জানান।
ওসি এনামুল হক চৌধুরী বলেন, শুধু সাংবাদিক নয়, নিরিহ নিরাপরাধ কোন মানুষকে হয়রানি করা হবে না। জনগণের সেবা ও জানমালের নিরাপত্তার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। অহেতুক মিথ্যা ও গায়েবি মামলায় সাংবাদিকসহ নিরপরাধ কাউকে আসামি করা হবে না। তিনি বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে যদি নিরিহ কাউকে আসামী করা হয় পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। প্রকৃত দোষীদেরই বিচারের আওতায় আসবে।
আগামী শীত মৌসুমে বিয়ানীবাজার উপজেলা ডাকাতি রোধে থানা পুলিশ এখনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, চুরি ডাকাতিসহ সব ধরনের অপরাধ রোধ করতে অতিতের যেকোন সময়ে চাইতে পুলিশ এখন আরো সচেষ্ট থাকবে। তিনি চিনি চোরাচালানসহ মাদক, জুয়া, চাঁবাজি নির্মূলে সাংবাদিকসহ উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply