মো: রনি, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে ধনবাড়ী পৌর এলাকার কিছু এলাকা ও রাস্তাঘাট নিমজ্জিত। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পৌর এলাকার নিম্নাংশে বেশকিছু বাসাবাড়িতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। তলিয়ে গেছে অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।এ দুর্ভোগ আজকের নয়। ইতিপূর্বে মেয়রকে জলাবদ্ধতার বিষয়ে অবগতি করা হলেও প্রতিশ্রুতি মিলেছে,সমাধান হয়নি। দীর্ঘদিনেও কোনো সুরাহা না হওয়ায় বছরের পর বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীদের ।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ধনবাড়ী পৌরসভায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে পৌর এলাকার অধিকাংশ বাসা বাড়িতে প্রবেশ করেছে বৃষ্টির পানি। তলিয়ে গেছে অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। দুর্ভোগ লাঘবে ইতিপূর্বে মেয়রকে অবগত করা হলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘদিনেও কোনো সুরাহা হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) মধ্যে রাত থেকে টানা বর্ষণের ফলে ভোগান্তি বেড়েছে বহুগুণে। হঠাৎ করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে বৃষ্টির পানি প্রবেশ করায় মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন পৌরবাসী ।
অথচ পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না।এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে চালাষ চৌরাস্তা পর্যন্ত আমবাগান মোড় থেকে উত্তর মিয়াপাড়া মোড় পর্যন্ত ধনবাড়ী পৌরসভা সহ বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রিকশা চালক আব্দুল আলিম বলেন, বৃষ্টি হওয়ার পর ধনবাড়ী পোস্ট অফিস গলি অল্প বৃষ্টিতে সড়ক তলিয়ে থাকে। রিকশার মোটরে পানি প্রবেশ করে রিক্সা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে মেরামত করতে অনেক টাকা লাগে।
পৌরসভা এলাকার শিক্ষার্থী তাছিন বলেন, অল্প বৃষ্টিতে পাকা সড়ক তলিয়ে গেছে এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। রাস্তা দিয়েও প্রায় হাটু পানি। স্কুল-কলেজে যাতায়াত বেশ কষ্ট সাধ্য হয়ে গেছে।
ধনবাড়ী পৌরসভার লোকজন বলেন
যে যে রাস্তা ঘাট একটু বৃষ্টি হলেই যাতায়াত এবং চলাফেরার সমস্যা হয় সেই রাস্তা গুলা অতি দ্রুত সংস্কার করার অনুরোধ রইল
Leave a Reply