মো: রনি, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী কাঁচা বাজারে গতকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বিকেলে ধনবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় ৬ ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কাঁচা বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নগদ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। দোকানে মূল্য তালিকা না থাকা , ক্রয় রশিদ সংরক্ষণ না করা , দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলা , ক্রয় বিক্রয় এর মধ্যে ব্যাপক পার্থক্য থাকা এরকম নানাবিধ কারণে ছয় জনকে জরিমানা করা হয়
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ধনবাড়ী উপজেলার ধনবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আব্দুল্লাহ ইবনে হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই
এ-সময় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংগঠনিক সম্পাদক মো:শাহ্ পরানুল ইসলাম (রনি) , প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ সহ ধনবাড়ী থানা পুলিশ।
Leave a Reply