নাদিম শেখ আদর,ভ্রাম্যমান প্রতিনিধি:
অভিযোগ উঠে এসেছে বেদন মিয়াঁর বিরুদ্ধে ,
কে এই বেদন মিয়া ?ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মেহারী ২ নং ইউনিয়নের শিমরাইল ৫ নং ওয়ার্ডের বেধন মিয়ার নামে পাওয়া যাচ্ছে নানান অপকর্মের প্রমাণ , জানা যায় বেদন মিয়া পেশায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ভয়ঙ্কর দুশ্চরিত্রের একজন মানুষ , একাধিক তথ্য প্রমাণও রয়েছে এই মাদক ব্যবসায়ি বেদন মিয়াঁর বিরুদ্ধে , গত ২৩/০৯/২০২৪ ইং ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করেন বেদন মিয়াঁর আপন ভাগ্নি লিজা আক্তার , তার ভাগ্নি লিজা আকতার গণমাধ্যম কর্মিদের জানান দীর্ঘদিন ধরে তার আপন মামা বেদন মিয়া তাকে যৌন হয়রানি করে আসছেন এবং রাত্রি যাপনের কু-প্রস্তাব দেন , লিজা আকতার তার কু প্রস্তাবে রাজি না হইলে পূর্ব পরিকল্পিতভাবে মধ্য রাতে লিজা আক্তারের ঘরের ভিতর গোপনে প্রবেশ করেন বেদন মিয়া এবং তার ভাগ্নী লিজা আকতারকে ধর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করেন , ভুক্তভোগী লিজা আক্তার জানান তার মামা বেদন মিয়াঁর এসব খারাপ আচরনের কথা তার মাকে পুর্বেও জানিয়েছেন তবে তার মা কোনো বিষয়টি আমলে নেননি , বরং তার মামা বেদন মিয়া লিজা আক্তারকে নানান ভাবে ভয় ভীতি প্রদর্শন করে আসতেছিলেন , মাত্র কয়েকদিন আগেও লিজা আক্তারের মামিকে এই বেদন মিয়া বে-ধড়ক ভাবে পিটিয়ে যখম করে হাসপাতাল পাঠিয়েছেন , কিছুতেই থামছেনা এই বেদন মিয়াঁর অত্যাচার , তাই বাধ্য হয়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করেন বেদন মিয়াঁর বিরুদ্ধে , তথ্য সুত্রে জানা যায় কিছুদিন পূর্বেও এক মহিলাকে যৌনউত্তপ্ত করার অভিযোগে তাকে গণপিটুনি দেয় সাধারণ জনগণ , তারপর গ্রাম শালিশির মাধ্যমে তাকে শুধ্রে যাওয়ার পণ করানো হয় , তবুও থেমে নেই এই বেদন মিয়া , বেদন মিয়া এতটাই বেপরোয়া যে , তাহার এই অসামাজিক কর্মকান্ডে বেদন মিয়াঁর বিরুদ্ধে কেউ মুখ খুললে তার আর রক্ষা মিলেনা বলে যানা যায় , বেদন মিয়াঁর এই অসামাজিক কর্মকান্ডে খুবই আতঙ্কিত গ্রামের মানুষ , গ্রাম বাসি তার এই এহেন কর্মকান্ডের হাত থেকে নিস্তার চায় ।
Leave a Reply