হাবিবুর রহমান রনি, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর) সুবর্ণচর উপজেলা যুবদলের আয়োজনে উপজেলার চরবাটা ভুঁইয়ার হাট সংলগ্ন সুবর্ণ স্পোটিং ক্লাবে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকতের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নুরুল আলম শামীম, সদস্য সচিব তানভীর আহমেদ পলক, সুবর্ণচর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী সহ যুবদলের ভিবিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের জনসেবার উদ্দেশ্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফ্রী মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইন বাস্তবায়নে সহায়তা করেছে কিংস ডায়াগনস্টিক সেন্টার। উক্ত ক্যাম্প থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য অসুস্থ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে।
Leave a Reply