রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাংগাইল সদরের বাইনাবন্ধা সন্তোষ এলাকার মো.রমজান(৪০)নামের বাবা হারা সন্তানকে বাঁচাতে চান তার মা। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়ছেন। তার চিকিৎসার খরচ যোগাতে পারলে উন্নত চিকিৎসা করাতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
মা জানায়,রমজান এক ছেলে ১ মেয়েের বাবা। কয়েক বছর যাবত রমজান জটিল হার্ট ব্লক, ডায়বেটিস,রক্তে ইনফেকশনসহ শরীরে নানান ধরনের রোগে ভুগছেন। দিন যাচ্ছে শরীরের ভারাসাম্য হারিয়ে ফেলছে। ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করছি কোন ফল পাচ্ছি না। চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা নিতে হবে। টাকার কারনে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছি। তিনি আরও বলেন ছোট বেলায় রমজান তার বাবাকে হারায়। রমজানের কোন ভাইবোন নেই। শরীর খুব খারাপ থাকায় রমজান কর্ম করতে পারে না ফলে মানবেতর জীবন যাপন করছি।
রমজানের মা এ বলেই অঝোরে কাঁদতে থাকেন । কি হবে ছেলের ? কি ভাবে হবে চিকিৎসা ? এত টাকা মিলবে কোথা থেকে? তাদের সংসার কিভাবে চলবে? তাহলে কি আমার রমজানের চিকিৎসা হবে না ? আমি কি বাঁচাতে পারবো না আমার বাবাটাকে ? তিনি কেঁদে কেঁদে বলেন আমাগো আল্লাহ ছাড়া কেহ নাই।আমাদের কেউ খোঁজ খবর নেই না। তিনি তার ছেলেটা বাচানোর জন্য দেশের এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছেন এবং সকলের নিকট ছেলে রমজানের জন্য দোয়া চেয়েছেন। রমজানের মায়ের পারশোনাল বিকাশ ও নগদ (01842464312) নম্বরে ছেলেটির জন্য মানবিক সাহায্য পাঠাতে পারেন।
Leave a Reply