আবু ইউসুফ সোহাগ, ভ্রাম্যমান প্রতিনিধি:
মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে। এই স্লোগান কে সামনে রেখে রক্তদানে আমাদের করিমগঞ্জ এর পক্ষ থেকে আয়োজন করা হলো নবম তম বিনামূল্যে ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার ক্যাম্পেইন।
১ (নভেম্বর) ২৪ শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা ইউনিয়নের চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
রক্তদানে আমাদের করিমগঞ্জ কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রক্তদানে আমাদের করিমগঞ্জের প্রধান পরিচালক জনাবা ফারিয়া হোসেন মিম, তিনি বলেন “অসহায় মুমূর্ষু রোগীদের আশার বাতিঘর হিসেবে মানুষের কাছে সুনাম অর্জন করছে রক্তদানে আমাদের করিমগঞ্জ।
আয়োজনে দেখা যায় গ্রামের লোকজন খুব আগ্রহ নিয়ে তাদের রক্তের গ্রুপ জেনে নিচ্ছে। উপস্থিত ছিলেন রক্তদানে আমাদের করিমগঞ্জের মডারেটর জনাব সজীব আহমেদ তিনি বলেন” রক্তদানে আমাদের করিমগঞ্জ ২০২১ সালে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত হয়। সেই অঙ্গিকারের অংশ হিসেবে জনসাধারণের মাঝে রক্তদানের কার্যক্রমের সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র মডারেটর আল মুবিনুল হক, জনাব মো: আতিকুর রহমান, জনাব মোবারক জনাব হাফেজ সালাউদ্দিন ভুঁইয়া, জনাবা নুরিয়া ইসলাম তায়্যিবা মনি, জনাবা ল্যবণ্য আক্তার, জনাবা খাইরুন নাহার জৌতি, জনাবা জান্নাত ইসলাম এবং তুরজা মনি সহ আরো অনেকে।
Leave a Reply